আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝআকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ফ্লাইটটিতে থাকা যাত্রী ও ক্রুরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্রাথমিকভাবে জানা গেছে, বিমানের ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লাগে। তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীরা ভীত হয়ে পড়লেও পাইলট ও ক্রুদের দ্রুত পদক্ষেপের কারণে সবাই নিরাপদে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন, বিবিসি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।