পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিরোজপুরে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর : দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নমানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।  মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা ১৯.৫% বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
মানববন্ধনে বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।