বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে গর্জে ওঠা ফারজানা সিঁথি এবার এক টিকটকারের বিরুদ্ধে মামলা করে নতুন করে আলোচনায় এসেছেন।সিঁথি জানান, কনটেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খান তাকে ফেসবুক লাইভে এসে ধর্ষণের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, তার পোশাক ও চলাফেরা নিয়ে কটাক্ষ করেছেন এবং অন্যদেরও তাকে হেনস্তায় উৎসাহিত করেছেন।তিনি বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন এবং ধর্ষণ করলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।’এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সিঁথি। তিনি আরও জানান, হৃদয়ের এ বক্তব্য তার জন্য হুমকিস্বরূপ এবং তিনি নিজেকে অনিরাপদ মনে করছেন।প্রসঙ্গত, ফারজানা সিঁথিকে সর্বশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের ‘একলা মানুষ’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।