পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা র কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন ভাঙ্গুড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছাঃ নাজমুন নাহার। তিনি শিশু শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে, ক্লাস নিয়ে রঙে রঙে রঙ্গিন হয়ে শিশু কোমলমতি ছাত্র-ছাত্রীদের মনের মাঝে মিশে যান।
সোমবার সকালে প্রায় আধা ঘণ্টা ক্লাস নিয়ে শিশু কোমলমতি ছাত্র-ছাত্রীদের মনের মনিকোঠায় জায়গায় করে নেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক অনেক আলোচনা করে সুন্দর বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ক্লাসে আরো বলেন, নিয়মিত স্কুলে আসা ও পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সব সময় সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে।তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-মায়ের পর শিক্ষক হলো গুরুজন তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়াশোনা করে শেষ করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা বলেন, ইউএনও স্যার যখন ক্লাসে ঢোকেন, তখন বিদ্যালয়ের কোন শিক্ষকমন্ডলীরা কেউ বুঝতেই পারেনি তিনি ইউএনও স্যার।
অল্প সময়ের জন্য হলেও তিনি কোমলমতি শিশুদের মাঝে মিশে গেছেন আপন মনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আফরোজা (মাকরোজা) খাতুন বলেন, ইউএনও স্যার অল্প সময়ে স্কুলে এসে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকমন্ডলীদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
ইউএনও স্যারকে বিদ্যালয়ে এভাবে পেয়ে সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা সবাই খুশি।
বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা অনেক অনেক অনুপ্রাণিত হয়েছে ভালো লেখাপড়ার করার জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।