রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদাবাজি, মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালানোর অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ও তার সহযোগী সিরাজ উদ্দিন গ্রেপ্তার হয়েছেন।মঙ্গলবার (১১ মার্চ) সোনালী ব্যাংকের সিবিএ কার্যালয়ে এই ঘটনাটি ঘটে, যেখানে আসামিরা ব্যাংকের কর্মকর্তাকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি চেকে ৫০ লাখ টাকা বসিয়ে স্বাক্ষর আদায় করে। পরে ব্যাংক কর্মকর্তা এমদাদুল হক সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কাছে অভিযোগ করেন।পুলিশের অভিযানে আসামিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, চাঁদাবাজির কারণে তারা দীর্ঘদিন ধরেই হেনস্তার শিকার হচ্ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।