আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিতরণ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময়ের কথা থাকলেও, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।সোমবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম চালু করা হচ্ছে না।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংক শাখায় ইতোমধ্যে ফ্রেশ নোট সংরক্ষিত রয়েছে, সেগুলো বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে নগদ লেনদেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদে নতুন নোট সংগ্রহ করতে পারবেন না সাধারণ মানুষ। তবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।