বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে গণঅধিকার পরিষদ।শুক্রবার রাতে খালেদা জিয়ার পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাওয়াতপত্র পৌঁছে দেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ও জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আগামী ১৩ মার্চ মালিবাগে হোটেল স্কাইসিটিতে ইফতার মাহফিল আয়োজন করেছে গণঅধিকার পরিষদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।