রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে পহেলা রমজানে বিশ্বিবদ্যালয়ের তিনটি স্থানে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সহ আরো দুটি স্থানে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।ফিরিয়ে দেওয়া সাপেক্ষে হেল্প ডেস্ক থেকে গামলা, পানির খালি বোতল, চাকু/ছুরি, চপিং বোর্ড, কার্পেট সরবরাহ করা হয়।
এছাড়াও মুক্ত মাঠে ইফতার করতে আসা রোজাদারদের পলিথিন সরবরাহ করা হয় যেনো ময়লা ও উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে পলিথিনে রেখে দেয়। ময়লা ভর্তি পলিথিনগুলো রাবি ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে রাখা হয়। রমজান মাসব্যাপী চলবে হেল্প ডেস্কের কার্যক্রম।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবির হাসান হিমেল, শেখ নূর উদ্দিন, মো: আবু সাঈদ।এছাড়াও আইন বিভাগের ছাত্রনেতা শাহরুখ মাহমুদ, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, জিয়া হল ছাত্রদল নেতা রাসেল বাদশা, মিনহাজুল আবেদীন নাফি, নাসিম, নাইম, এফ এ সিয়াম প্রমুখ সার্বক্ষণিক সহযোগিতা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।