পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রে ৭.২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক। যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার। এটি দেশের মোট পোশাক রপ্তানির ১৮.৭২ শতাংশ।
শুক্রবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট পোশাক রপ্তানির ৫০.৩৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে, যার আর্থিক মূল্য ১৯.৩৭ বিলিয়ন ডলার। গত বছর বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে মোট ৩৮.৪৮ বিলিয়ন ডলার আয় করেছে। যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪.৩ বিলিয়ন ডলার। যা মোট পোশাক রপ্তানির ১১.২৫ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪.৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩.৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২.১৪ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করা হয়েছে।
এ ছাড়া কানাডায় ১.২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে; যা মোট রপ্তানির ৩.২৩ শতাংশ। জাপান ও অস্ট্রেলিয়ার মতো অনিয়মিত বাজারেও বাংলাদেশ পোশাক রপ্তানিতে উলে­খযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বাংলাদেশের জন্য উদীয়মান বাজারগুলোতে গত বছর মোট ৬.৩৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে; যা মোট পোশাক রপ্তানির ১৬.৪৬ শতাংশ। এর মধ্যে জাপানে ১.১২ বিলিয়ন, অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন, ভারতে ৬০৬ মিলিয়ন, তুরস্কে ৪২৬ মিলিয়ন ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।