পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শ্রীপুরে রাস্তা বন্ধ, দুর্ভোগে শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (দেওয়ানের চালা) গ্রামের দীর্ঘদিনের একটি পুরোনো রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ও তার ছোট ভাই মাজেদুল ইসলাম স্বপন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তাদের পিতা জীবদ্দশায় ওই জমি থেকে একাধিক সাফ কবলা দলিল মূলে বিক্রি করেন এবং ক্রেতাদের জন্য একটি রাস্তা নির্ধারণ করে দেন। বর্তমানে ওই জমিতে শতাধিক পরিবার বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছে।
ভুক্তভোগী আজিজুল, খলিল, সুরুজ মিয়া, রফিক, হাসান ও ইউসুফসহ কয়েকজন জানান, রাস্তা বন্ধ করে দেয়ায় আমাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাচ্চাদের মাদ্রাসা,স্কুল-কলেজে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। অনেকের বাসা বাড়ির নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। অসুস্থ হলে রাস্তার কারণে রোগীদের সু-চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।
সম্প্রতি রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, রিমেল, রুবেল, আব্দুর রশিদ, হারুন, শহিদুল্লাহ, জসিম, নজরুলসহ ১০-১৫ জন ব্যক্তি জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে রাস্তা কেটে ফেলে এবং বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। গত ১৫ নভেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে রাস্তা কেটে ফেললে বাধা দিতে গেলে তাদের খুন-জখমের হুমকি দেওয়া হয়।
মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বর্তমানে অভিযুক্তরা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
রাস্তা বন্ধ হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।