পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিসিবি ও অলিম্পিকের নির্বাচনের জন্য জেলা-বিভাগে এনএসসির বার্তা

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চার বছর মেয়াদ শেষ হচ্ছে অক্টোবর মাসে আর অলিম্পিক এসোসিয়েশনের ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার ১-২ মাস আগে থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এই দুই সংস্থার নির্বাচনী কর্মকাণ্ড সহজকরণ করতে জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বার্তা পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন করে প্রতিনিধি কাউন্সিলর এবং জেলা-বিভাগ থেকে ১০ জন পরিচালক হন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দুই জন করে কাউন্সিলর এবং তিন জন নির্বাহী সদস্য হন।

দেশের ক্ষমতার পালাবদলের পর গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ সাত সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটির রুপরেখা প্রদান করলেও অনেক জেলা এখনো পাঠায়নি। আবার অনেক জেলা পাঠালেও জাতীয় ক্রীড়া পরিষদ সেটা আনুষ্ঠানিক অনুমোদনও দেয়নি।

জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় এখনো কমিটিই গঠন হয়নি। ফলে স্থানীয় ক্রীড়া প্রশাসনে নির্বাচন চলতি বছর হওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বাচিত কমিটিতে বিশের অধিক ব্যক্তিবর্গ থাকে ফলে কাউন্সিলর মনোনয়ন অনেকটা সহজ হয়। অ্যাডহক কমিটি মাত্র সাত জনের হওয়ায় কাউন্সিলর মনোনয়ন পেতে জেলা-বিভাগে বেশ বেগে পেতে হবে। এই বিষয়টি উপলব্ধি করে ৫ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি বিভাগীয় ক্রীড়া সংস্থায় আরও চার জন এবং জেলা ক্রীড়া সংস্থায় আরও দুই জন সদস্যের নাম প্রস্তাব করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের উদ্দেশে চিঠি লিখেছেন।

জেলা ক্রীড়া সংস্থায় ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, ক্রিকেট পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী বিবেচনায় দুই জনকে অ্যাডহক কমিটিতে অর্ন্তভুক্ত করার অনুরোধ করা হয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থায় ক্রিকেট সংশ্লিষ্ট দুই জনের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের জন্য মনোনয়ন যোগ্য আরও দুই জন মোট চার জনকে কমিটিতে নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

যে সকল জেলা-বিভাগ ইতোমধ্যে কমিটি অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করেছে তাদের প্রযোজ্য ক্ষেত্রে আরো ২/৪ জনের নাম প্রেরণ করতে বলা হয়েছে। আর যে সকল জেলা-বিভাগ নামই পাঠায়নি তাদের অ্যাডহক কমিটি ৯/১১ জন বিশিষ্ট করার নিদের্শনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান গঠনতন্ত্রে অন্যতম দুর্বলতা জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় সভাপতি এককভাবে কাউন্সিলর দেওয়ার এখতিয়ার রাখেন। গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক দৃষ্টিতে নির্বাহী কমিটির সভা করে কাউন্সিলর মনোনয়ন দেয়া অধিকতর যৌক্তিক ও বাঞ্চনীয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও আরো কয়েকটি ফেডারেশন কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে অধিভুক্ত ক্রীড়া সংস্থাকে নির্বাহী কমিটির সভার প্রয়োজন পড়ে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।