বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটি) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরস্থ ‘ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে’ সকালে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৫০০ মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে, কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন খাজা মাঈন উদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি রওশন আলী রাজু, সিনিয়র যুগ্ম-মহাসচিব হাফিজুর রহমান,সহ-সভাপতি শহিদুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-, মো. রুহুল আমিন, মো. মাহবুবার রহমান, মিয়া নূর মহম্মদ সৌরভ, মো. মোমিনুল হক, মো. সাইদুল ইসলাম খোকন, আব্দুল বাকী শিশির, গৌতম বাছাড়, মো. মনিরুজ্জামান, মো. আলমগীর আলম, মো. জহুরুল ইসলাম, মো. হাসান মেহমুদ, যুগ্ম-মহাসচিব মো. আইনুল হক, মো. সাঈদুর রহমান সিদ্দিকী, মো. আব্দুর রব আকন্দ, মো. আব্দুল খালেক, মো. কাজী মাসুম, প্রচার সম্পাদক মো. আবুল কাশেম আশিক, অর্থ সম্পাদক মো. এমাদুল হক এমদাদ, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মো. ফয়সাল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম রাজীব, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি ইসলাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম নয়ন।
তবে পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। বিএমটি ‘র সাবেক মহাসচিব সেলিম মোল্লা সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. আইনুল হক ও মো. সাইদুর রহমান।