পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৩ দিন কর্মবিরতিতে চিকিৎসকরা, জরুরি সেবা চলবে

Main Admin
মার্চ ৮, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের সাড়া না পাওয়ায় শনিবার (৮ মার্চ) থেকে শুরু হয়েছে তাদের ৩ দিনের কর্মবিরতি। কর্মসূচি অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে তিন দিন ধরে সরকারি হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন তারা।

এদিকে, তাদের দাবি পূর্ণ না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার হুমকি দিয়েছে চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের দাবিতে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরেছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখা, পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতি নিশ্চিত করা, এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্যসচিব মো. বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে তারা স্বাস্থ্য বিভাগের প্রধান উপদেষ্টা সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং আশ্বাস পেয়েছেন। তবে, তিনি আরও বলেন, শনিবারের অবস্থান কর্মসূচির পর তাদের দাবির বিষয়ে সরকারি ঘোষণা না হলে আগামীকাল থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন।

এ সময় তিনি আরও জানান, রোববার সব হাসপাতালেই কর্মবিরতি চলবে এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নেবেন তারা। যদি প্রধান উপদেষ্টা সায়েদুর রহমান এসে দাবিগুলোর সময়সীমা ঘোষণা করেন, তবে তারা কর্মবিরতি প্রত্যাহার করতে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।