সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান এবং তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।এটি ছিল ২০১৯ সালের হাইকোর্টের রায়ের বাস্তবায়ন, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করার পাশাপাশি গেজেটেড পদমর্যাদা প্রদান করা হবে। তবে সরকার এই রায় কার্যকর করতে বিলম্ব করেছিল, যা নিয়ে প্রধান শিক্ষকদের আদালত অবমাননার মামলা করতে হয়েছিল।এই রায়ের ফলে শিক্ষকরা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের পাওনা অধিকার নিশ্চিত করেছেন এবং আদালতের নির্দেশনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।