ঢাকা, ৯ মার্চ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ইলন মাস্কের স্টারলিংক সেবা বাংলাদেশের বাজারে এলে দেশীয় ইন্টারনেট সেবাদাতারা কিছুটা চাপের মধ্যে পড়ে হলেও ভালো সেবা দিতে বাধ্য হবে।রোববার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “স্টারলিংক আসলে আমাদের দেশে ইন্টারনেট সেবার মানের পরিবর্তন আনবে। এই সেবা আসলে ব্যবসায়ীদের জন্য একটা চাপ সৃষ্টি করবে, কিন্তু এতে ভালো সেবা দেয়ার ক্ষেত্র তৈরি হবে।”ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অনেকেই যে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে, সেটি আসলে মানসম্পন্ন নয়। “বর্তমান সেবাগুলোর গতি যথেষ্ট নয়, ব্রডব্যান্ডের জন্য ন্যূনতম ২০ এমবিপিএস গতি প্রয়োজন। বর্তমানে অনেকেই ৫ বা ১০ এমবিপিএস গতি দিয়ে ব্রডব্যান্ড সেবা বলে থাকে, যা আদতে ব্রডব্যান্ড নয়।”তিনি আরও যোগ করেন, “স্টারলিংক আসলে প্রিমিয়াম গ্রাহকদের জন্য আরও উন্নত গতির ইন্টারনেট সেবা প্রদান করবে, যা দেশের সেবা প্রদানকারীদের উন্নতি করতে বাধ্য করবে।”বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে যে পলিসি গ্রহণ করা হয়েছে, তা বর্তমান বিশ্বের সাথে অনেকটাই পিছিয়ে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুতই আধুনিক ও উন্নত পলিসি বাস্তবায়ন করবে, যা দেশের টেলিযোগাযোগ সেক্টরকে বৈশ্বিক মানে উন্নীত করবে।এছাড়া, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বর্তমান সময়ে তথ্য পাওয়া মানুষের অধিকার হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “দেশে টেলিকমিউনিকেশন সেক্টরের সংস্কার জরুরি।”অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান এবং টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।