পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সৈকতে তাহসান-রোজার হানিমুনের স্থিরচিত্র-ভিডিও নেটিদুনিয়ায়

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরের শুরুতে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এরপর ৭ জানুয়ারি সকালে তারা হানিমুন করতে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। বর্তমানে সেখানেই নবদম্পতি হানিমুনের মুহূর্ত পার করছেন। ভালো সময়েই কাটাচ্ছেন তাহসান-রোজা। আর তারই লক্ষণ পাওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাদের কিছু স্থিরচিত্র ও ভিডিও।

হানিমুনে গিয়ে তাহসানপত্নী রোজা আহমেদ দারুণ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। সেখানে ভেসে উঠে দুজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’।  সামাজিক যোগাযোগমাধ্যমে  শেয়ার করা ছবিতে দেখা যায়— মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে আছেন রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই ‘লালপরী’ স্ত্রীকে ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেতা।

এদিন রোজার লালের সঙ্গে রঙ মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন— জীবনের শিল্পে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।

এ সময় তাহসান-রোজা দম্পতির চোখেমুখে দেখা যায় রোমান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা। নবদম্পতির এই রোমান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের। রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের ভক্ত-অনুরাগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।