পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সেহরি শেষে কোরআন তেলাওয়াত রত বৃদ্ধার গহনা চুরি, গ্রেপ্তার ১

Main Admin
মার্চ ৬, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম (৭০) নামে কোরআন তেলাওয়াত রত এক বৃদ্ধার গহনা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে মোঃ মিলন শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃত মিলন শেখ পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে মুকিত হাসান খান বলেন, গতকাল মঙ্গলবার সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা কোরআন তেলাওয়াত করতে ছিলেন এ সময় হটাৎ করে আন্ত জেলা চোর চক্রের সদস্য মিলন শেখ তার ঘরে প্রবেশ করে মর্জিনা বেগম এর পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার জন্য গলায় হাত দেয়। এ সময় মর্জিনা বেগম পিছন দিকে তাকিয়ে আসামি মিলন শেখকে দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে এবং তার গলার চেইন রক্ষা করার চেষ্টা করে। আসামি মিলন শেখ চেইন চুরি করার জন্য মর্জিনা বেগমকে গলা চেপে ধরে মারপিট শুরু করে। একপর্যায়ে মিলন শেখ মর্জিনা বেগমের গলায় থাকা ১টি লকেট সহ স্বর্নের চেইন এবং কানে থাকা এক জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। কানের দুল কান থেকে টেনে নেওয়ার সময় মর্জিনা বেগমের ডান কানের লাতি ছিড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।