পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান 

মনিরুজ্জামান অপূর্ব:
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এ প্রজন্মের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছিল প্রিয়াঙ্কা জামানের জন্মদিন। পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে এই অভিনেত্রী পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন সুখবরও। অচিরেই বাংলাদেশ ও মালয়েশিয়া শুরু করবেন ‘কিউট অ্যান্ড ক্লাসি’ নামের পার্লারের ব্যবসা।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘জন্মদিনে একটি খুশির খবর সবার সঙ্গে ভাগ করতে চাই, অনেক আগে থেকেই আমার কিউট অ্যান্ড ক্লাসি নামের পার্লারের ব্যবসা ছিল। মাঝে এটা বন্ধ ছিল। তবে খুব শিগগিরই ঢাকা ও মালয়েশিয়ায় এটি পুনরায় শুরু করব। বর্তমানে এর প্রস্তুতি চলছে।’
যোগ করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই জানাতে পারব। এ বছরটি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি প্রিয়াঙ্কা নতুন তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’, ‘বরিশালে শ্বশুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। শিগগিরই নাটক তিনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।