জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ নারীসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে জাহাঙ্গীর আলম ওই জমিতে ধান রোপণ করতে গেলে আলামিন ও তার সহযোগীরা বাধা দেয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়। আলামিন ও তার সহযোগীদের হামলায় ৬ নারীসহ ৮ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম, সেলিনা আক্তার, ফাহিমা বেগম, আশা মনি, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।