বাংলাদেশের শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন, শ্রীলঙ্কায় তার ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। দেশের বাজারে প্রথমবারের মতো কমার্শিয়াল এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। এর অংশ হিসেবে, শ্রীলঙ্কায় প্রথম শিপমেন্ট হিসেবে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এসি পাঠানো হয়েছে।এয়ারকন্ডিশনারের বিশাল বাজার রয়েছে শ্রীলঙ্কায়, এবং ওয়ালটন সেখানে শক্তিশালী ব্র্যান্ড অবস্থান তৈরি করতে কাজ শুরু করেছে। শ্রীলঙ্কায় এসি বিক্রয় এবং বিপণন কার্যক্রম পরিচালনা করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড।ওয়ালটন এসি-এর চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের উন্নত দেশে ব্যাপকভাবে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে, এবং শ্রীলঙ্কায় এসি ব্র্যান্ডের বিস্তার সেই চেষ্টারই অংশ।ওয়ালটনের এসি গুলি অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের সাথে পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী। গাজীপুরের ওয়ালটন হাই-টেক পার্কে আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদিত এসিতে রয়েছে স্মার্ট কন্ট্রোল, ব্লুটুথ, এয়ার প্লাজমা, এবং তিন-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির মতো নানা আধুনিক ফিচার।ওয়ালটন এসির গুণগত মান এবং আধুনিক প্রযুক্তি শ্রীলঙ্কার ক্রেতাদের আস্থা অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।