পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শ্রমিকসহ প্রবাসীদের হয়রানি বন্ধে “ই-লকার” চালু করবে মালয়েশিয়া

Main Admin
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন সেজন্য মালয়েশিয়া সরকার “ই—লকার” চালু করবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী ঐধসুধয নরহ তধরহঁফরহ এর সাথে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খানের দ্বিপক্ষীয় বৈঠকে  এবিষয়ে আলোচনা করা হয় ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খানকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানান। উক্ত আমন্ত্রণে এসে বাংলাদেশের  স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সভায় মিলিত হন। সভায় উভয় দেশের মন্ত্রীবর্গ নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উপস্থাপন করেন।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন সেজন্য মালয়েশিয়া সরকার “ই—লকার” চালু করবে বলে জানান। উক্ত ই—লাকারে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশীদের বিস্তারিত তথ্য থাকবে। ই—লকারের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বিস্তারিত উপস্থাপন করেন। বাংলাদেশীদের তথ্যসমূহ ডাটাবেজ আকারে সন্নিবেশ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার অনেক কাজ করেছে। এন আই ডি, পাসপোর্টসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডাটাবেজ সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী বা মালয়েশিয়ায় কেউ যাতে কোনভাবে প্রতারিত না হয় সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য উভয় পক্ষ একমত পোষন করেন। এক্ষেত্রে একটি গঙট স্বাক্ষরের জন্য মালয়েশিয়া প্রস্তাব করেন। এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে মালয়েশিয়ার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।

মালয়েশিয়ায় অনেক নিরাপত্তাকর্মী প্রয়োজন হবে বিধায় বাংলাদেশ হতে নিরাপত্তাকর্মী মালয়েশিয়ায় আনা হবে মর্মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

বাংলাদেশ আশ্রয়গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে মর্মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমেদ , সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ধিয়ধৎ—ঁু—ুধসধহ ও মালয়েশিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।