পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লিলেকে হারিয়ে বার্সার প্রতিপক্ষ ডর্টমুন্ড

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম লেগে ঘরের মাঠে ফরাসি ক্লাব লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ফিরতি পর্বের ম্যাচ খেলতে হবে লিলের মাঠে গিয়ে। স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে থাকার কথা বরুশিয়ার। ঘরের মাঠে এগিয়ে থাকার কথা লিলেরই।ফিরতি লেগের ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিলো লিলেই। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে জ্বলে ওঠে বরুশিয়া। ২ গোল করে ম্যাচটা তারা জিতে নিয়েছে ১-২ গোলের ব্যবধানে। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো জার্মান ক্লাব বরুশিয়া। যেখানে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।টানা দ্বিতীয় মৌসুম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বরুশিয়া। যদিও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলো তারা এবং হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদের কাছে। এবারও সে পথে রয়েছে। তবে, কোয়ার্টারে কঠিন বাড়া পাড়ি দিতে হবে তাদের। কারণ, সেখানে রয়েছে বার্সেলোনা। ১৯৯৭ সালে একবারই চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিলো তারা।ঘরের মাঠে প্রায় ৪৮ হাজার দর্শকের সামনে ম্যাচের ৫ম মিনিটেই গোল করে বসেন জোনাথন ডেভিড। এগিয়ে যায় লিলে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বরুশিয়া গোলের প্রচুর খিদা নিয়ে। যার ধারাবাহিকতায় ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় জার্মান ক্লাবটি। স্পট কিক নিতে আসেন এমরি কান। তার নেয়া শট জড়িয়ে যায় লিলের জালে।১১ মিনিট বিরতি দিয়ে আবারও গোল। ৬৫তম মিনিটে বরুশিয়াকে জয় এনে দেয়া গোলটি করেন ম্যাক্সিমিলিয়ান বিয়ের। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো তারা।লিলের জন্য দুঃখজনক বিদায় হলো। ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ছিল তাদের। বিশেষ করে গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর পর। আবার গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।