পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লালমনিরহাটে কমলা বাগান করে সফল হলেন শিক্ষক দম্পতি

লালমনিরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে কমলা চাষে সফল শিক্ষক দম্পতি খলিলুর রহমান ও ফাতেমা খাতুন মজুমদার। খলিলুর রহমান মিলনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  আর ফাতেমা খাতুন মজুমদার পশ্চিম সারডুবি পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক।  তাদের বাড়ী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামে। ওই দম্পত্তির কমলা বাগান রঙে রঙে রঙ্গিন করে তুলেছে।থোকায় থোকায় দুলছে কমলা। বাগানে গেলে কাঁচা – পাকা কমলার রঙে চোখ জুড়ে যায়।ভরে যায় মন। কমলার গন্ধে ডালে ডালে উড়ছে প্রজাপতি আর মৌমাছি। এমন নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে ওই শিক্ষক দম্পতির কমলা বাগানে।  তাদের এ কমলা বাগান এলাকায় ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।  ২০১৬ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। এতে কমলা চাষে আগ্রহ বেড়েছে তাদের আরো কয়েকগুন।২০১১ সালে ৩৩ শতাংশ জমিতে কমলা বাগান শুরু করলেও এখন আরো ১ একর জমিতে কমলার বাগান সম্প্রসারিত করেছেন ওই শিক্ষক দম্পতি।ফাতেমার কমলা বাগানে এখন  ৪ জাতের কমলা রয়েছে। চায়না, দার্জিলিং,  মিশরীয় চায়না ও নাগপুরী জাতের চায়না কমলা।এ শিক্ষক দম্পতির কমলা চাষে সাফল্য দেখে এ জেলায় অনেকে কমলার বাগান শুরু করেন। এছাড়াও তাদের নার্সারি রয়েছে।  যেখানে বিভিন্ন জাতের কমলার চারা, সুপারি, আম, কাঁঠাল ও লিচুর চারা পাওয়া যায়। এ কমলা বাগানকে কেন্দ্র করে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাও পাকা হয়েছে। স্থানীয়রা জানান, এ এলাকার কমলা বাগান আমাদেরকে গর্বিত করেছে। এতো সুন্দর একটি কমলা বাগান।  এ বাগানকে ঘিরে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে অপরদিকে আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে।
শিক্ষক দম্পতি খলিলুর রহমান ও ফাতেমা খাতুন মজুমদার  বলেন,শখের বসে শিক্ষকতার পাশাপাশি কমলা চাষে জড়িয়েছি।২০১১ সালে কমলা বাগান করার পর থেকে কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতায় কমলা বাগানে সফলতা আসে।  অর্জন হয় জাতীয় কৃষি পুরস্কার। ফলে কমলা চাষে আরো  আগ্রহ বেড়ে যায়।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মিজানুর রহমান বলেন,ফাতেমা খাতুন মজুমদার জাতীয় পুরস্কার প্রাপ্ত কমলা চাষী। কমলা বাগান করে তিনি সফলতা পেয়েছেন। ফাতেমা কমলা বাগান থেকে অনেকে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন কমলা বাগান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।