পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

র‌্যাব-১৪ ময়মনসিংহে গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

ফারুক আহমেদ ময়মনসিংহ
মার্চ ১৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে র‌্যাব-১৪ থেকে এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞতিতে জানানো হয়, গত ১৭ ফেব্রæয়ারি ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার ণধর্ষণ মামলা নং-১৫(৪)২৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৪২/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় এক নং আসামী মোঃ শহিদুল ইসলাম (২২) ঢাকার শুনানীর জন্য দিন ধার্য্য থাকায় দায়িত্বরত পুলিশ
ঢাকার জজ কোর্ট হাজতখানা হতে গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিদেরকে বুঝে নিয়ে সকাল অনুমান ১০ ঘটিকায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা আদালতের উদ্দেশ্যে রওনা করে। ঢাকা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পার্শ্বের সিড়ির নিচে নিয়ে আসলে বর্ণিত আসামি শহিদুল ইসলাম সুকৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুম এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে বেতার বার্তা প্রেরণ করা হয়। পরে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল গণধর্ষণ মামলার পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মার্চ) রাত অনুমান দেড় ঘটিকার দিকে অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন গোয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার পলাতক আসামি শহিদুল ইসলাম (২২) কে গ্রেফতার করে। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সেকেন্দার নগর গ্রামের রোকন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামিকে ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞতিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।