চলতি মৌসুমে রাজবাড়ীতে পেঁয়াজের বাজারে ওঠা শুরু হলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগে কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়, পরে কৃষকরা সড়কে বিক্ষোভ করেন।
কৃষকরা জানান, পেঁয়াজ উৎপাদনে উচ্চমূল্যের সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়লেও, হালি পেঁয়াজের দাম যথাযথ নয়। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ তারা দাবি করছেন, ন্যূনতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম হলে উৎপাদন খরচ উঠে আসবে। কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ এবং বিদেশি পেঁয়াজের আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষক আজিবুর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ অন্যান্য কৃষকরা। রাজবাড়ী, যা দেশের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা, এখানকার কৃষকরা এবছর ৩১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করছেন, এবং প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।