পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রমজানে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি শুরু

Main Admin
মার্চ ৩, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মাহে রমজান উপলক্ষে জেলায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় কোট মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, কৃত্রিম প্রজনন উপ-পরিচালক ডা. শামিমুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ জানান, আজ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ জনগণের জন্য সুলভ মূল্যে এই পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে—

প্রতি হালি ডিম: ৩৭ টাকা
সোনালি মুরগি (প্রতি কেজি): ২৫০ টাকা
গরুর মাংস (প্রতি কেজি): ৭০০ টাকা

এই কার্যক্রম ২২ রমজান পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাজারের তুলনায় কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস কিনতে পেরে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়তা করা। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চাহিদা বিবেচনায় এই উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।