নিজস্ব প্রতিবেদক যশোর
যশোরে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দু’চোখ উপড়ে দেয়ার ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরকীয়া সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে সাদ্দাম। আজ দুপুর সাড়ে ১২ টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, ট্রাকচালক সাদ্দাম হোসেনের খালু শহিদুল ইসলাম। সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সাথে শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। দুই মাস আগে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন। তালাকের পর খালুর সাথে পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার স্ত্রী। এতে তিনি ক্ষিপ্ত হন। এরপর বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বকচর করম তেল পাম্পের সামনে শহিদুল ইসলামকে পেয়ে দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, এই ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি টিম অভিযানে নামে। এরপর গতকাল গভীর রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।