পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মোরসালিনকে নিয়ে সংশয়ে বাংলাদেশ কোচ

Main Admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পায়ের চোটের কারণে অনেক দিন হলো মাঠের বাইরে তরুণ ফটবলার শেখ মোরসালিন। খেলার বাইরে থাকায় বসন্ধরা ু কিংসের এই ফরোয়ার্ডের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও আছেন সংশয়ে।

মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে নানান বিষয়ে আলাপ করেন কাবরেরা। সেখানে মোরসালিনকে নিয়েও কথা উঠেছে। কাবরেরা বলেছেন, ‘এটা অন্যান্যের জন্য একটা সযোগ। আমাদের দলে বিশেষ ু কোনো খেলোয়াড় নেই, সম্মিলিত শক্তিতে বলিয়ান আমরা। নতন কেউ আসবে এবং ু পারফর্ম করবে। মোরসালিন সৌদি যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। তবে আমার মনে হয়, তার যাওয়াটা কঠিন হবে।’ সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের
প্র¯‘তি চলছে।

কাবরেরা দল প্রায় গুছিয়ে এনেছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘সৌদি
আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের
গোছগাছ চড়ান্ত করছি। সেখানকার স ‚ বিধা, ু ফ্লাইট টিকেট, কোচিং স্টাফ ও ক্যাম্পের
দল চড়ান্ত করতে প্রিমিয়ার লিগে পরের দ ‚ ইু রাউন্ডের ম্যাচের অপেক্ষায় রয়েছি। ভ্রমণ ও
ট্রেনিং শুরুর বিষয়গুলো দেখছি।’ চলমান
লিগে কিছ নত ু ন খেলোয়াড় কাবরেরার দ ু ষ্টিৃ আকর্ষণ করেছে। তা অকপটে জানাতে ভলু হয়নি তার, ‘অনর্ধ্ব-২০, ২০ বয়সের বেশ ূ কয়েকজন খেলোয়াড়ের উন্নতি দেখে আমরা
খবই খ ু শি। তাদের কেউ কেউ অবশ্যই ু তালিকায় থাকবে, কাউকে কাউকে আরেকটু অপেক্ষা করতে হবে, তবে তাদের উন্নতির
প্রμিয়া চালিয়ে যেতে হবে। দলে অনর্ধ্ব- ূ ২৩ বছর বয়সী কয়েকজন থাকবে।’ সৌদি
আরবে প্র¯‘তির পাশাপাশি প্রীতি ম্যাচও
খেলার কথা রয়েছে। কাবরেরাও চাইছেন
প্র¯‘তি ম্যাচ খেলে ঝালিয়ে নিতে, ‘কিছু দলও সৌদি আরবে ট্রেনিং করছে, আমরা
কয়েকটা দলের সঙ্গে যোগাযোগ রেখেছি।
দেখা যাক, তাদের সঙ্গে কয়েকটা প্র¯‘তি
ম্যাচ খেলা যায় কিনা। কমপক্ষে আমরা
দটো ম্যাচ খেলতে চাই। এগুলো ু
অফিসিয়াল নয়, প্র¯‘তি ম্যাচ হবে। যদি
জাতীয় দলগুলোর সঙ্গে প্র¯‘তি ম্যাচ খেলা
সম্ভব না হয়, তাহলে ¯’ানীয় দলগুলোর সঙ্গে
খেলবো।’ বিশ্বকাপ বাছাইয়ের শুরুতে
ফিলিস্তিনের বিপক্ষে কয়েতে ম্যাচ খেলতে ু হবে জামালদের। প্রতিপক্ষ বেশ শক্তিশালী,
তা আবার মনে করিয়ে দিলেন কাবরেরা,
‘ফিলিস্তিন এশিয়ান কাপে খবই ভালো এবং ু সফল সময় কাটিয়েছে। সংযক্ত আরব ু আমিরাত ও হংকংয়ের বিপক্ষে তারা ভালো
করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।