মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ নাজমুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে বারোটায় মিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের মতামত নিয়ে মিরপুর উপজেলায় সমস্ত কর্মকান্ড পরিচালনা করতে চাই। এ সময় তিনি উপজেলায় সার্বিক উন্নয়ন কর্মকান্ডের জন্য সকলের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সকল কার্যক্রমে তারা সহযোগিতা করবেন। এ সময় বক্তারা চলমান আইন-শৃঙ্খলা কার্যক্রম নির্বিঘ্ন করতে ও চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান সহ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহিন, জামাতের আমির খন্দকার রেজাউল, জাতীয় পার্টির কাজী জাফরের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম সহ মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি সহ ছাত্র আন্দোলন ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।