নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় মা উম্মে সালমা নিশি এবং নবজাতকের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান তুষারের পক্ষে আদালতে শুনানি করা হয়।গত বছরের ১৬ অক্টোবর, এমএ আউয়াল তার অন্তঃসত্ত্বা মেয়ে উম্মে সালমা নিশির চিকিৎসার জন্য সাউথ বাংলা হাসপাতালে যান। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা রোগীকে কোনো পরীক্ষা না করে তাড়াহুড়ো করে সিজার অপারেশন করেন, যার ফলস্বরূপ মা ও শিশুর মৃত্যু ঘটে। মৃত অবস্থায় রোগীকে কুমিল্লা রেফার করা হলেও সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, উম্মে সালমা নিশি অনেক আগেই মারা গেছেন।এই ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দাবি করেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালের অবহেলা এবং অপচিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে, যা সংবিধানের ১৮ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।হাইকোর্ট সংশ্লিষ্ট সকল বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে। রুলের উত্তরে আদালত ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।