পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মা ও নবজাতকের মৃত্যু: ৫০ কোটি টাকা ক্ষতিপূরণে রুল জারি

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় মা উম্মে সালমা নিশি এবং নবজাতকের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান তুষারের পক্ষে আদালতে শুনানি করা হয়।গত বছরের ১৬ অক্টোবর, এমএ আউয়াল তার অন্তঃসত্ত্বা মেয়ে উম্মে সালমা নিশির চিকিৎসার জন্য সাউথ বাংলা হাসপাতালে যান। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা রোগীকে কোনো পরীক্ষা না করে তাড়াহুড়ো করে সিজার অপারেশন করেন, যার ফলস্বরূপ মা ও শিশুর মৃত্যু ঘটে। মৃত অবস্থায় রোগীকে কুমিল্লা রেফার করা হলেও সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, উম্মে সালমা নিশি অনেক আগেই মারা গেছেন।এই ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দাবি করেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালের অবহেলা এবং অপচিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে, যা সংবিধানের ১৮ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।হাইকোর্ট সংশ্লিষ্ট সকল বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে। রুলের উত্তরে আদালত ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।