উন্নত জীবনের আশায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল মাজেদ খাঁন (২৯) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত সোমবার সকালে মালয়েশিয়ার পেনাং শহরে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যান মাজেদ। ১০ মার্চ সকালে রাস্তা পার করার সময় গাড়ির ধাক্কায় তিনি মৃত্যু বরণ করেন।
মাজেদের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। তার মা বার বার জ্ঞান হারাচ্ছেন এবং বাড়ির উঠানে স্বজনরা আহাজারি করছেন।
নিহত মাজেদের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, “আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি তার লাশ দেশে আনতে চাই এবং সরকার যেন দ্রুত তার লাশ দেশে ফেরত আনার ব্যবস্থা করে দেয়।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।