পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মাঠেই ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামী সংসদ নির্বাচন করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে মনে করছে বিএনপি। আর মাঠে থেকেই এ ষড়যন্ত্র মোকাবিলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি মনে করছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি তুলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলছে। যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার ‘মদদ’ রয়েছে। সরকার বিএনপিকে নয়; তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্রদের শক্তি ভাবে। তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না।

গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি-নিধারণী স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন সরকার এনজিওর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা-মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে। নির্বাচনের দাবিতে ঈদের পর পরবর্তী কর্মসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বৈঠকে দুইজন নেতা বলেছেন, একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কিন্তু সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকারপ্রধান বুঝতে পারছেন না। তখন আলোচনায় যোগ দিয়ে আরও দুই সদস্য বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে। এদের অনেক ব্যবসায়ীর নামে জুলাই-আগস্টের হত্যা মামলা থাকলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সচিবালয়ে বসেও তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আবার এদের শেল্টার দিচ্ছে দুটি দল। তারপরও সরকারের ওপর বিএনপির অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। যেকোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার (১২ মার্চ) একটি কর্মশালায় বলেছেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না, কেন রে ভাই কেন? কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল, দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। ভোট ও নির্বাচনকে ভয় পান কেন?

নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে বৈঠকে একজন সদস্য অভিমত ব্যক্ত করেছেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত সুনির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা। এতে পুরো দেশ নির্বাচনমুখী হয়ে পড়বে। সব ধরনের বিশৃঙ্খলা ও সংকট কেটে যাবে, নির্বাচন নিয়ে শঙ্কাও দূর হয়ে যাবে।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ বৈঠক ভার্চুয়ালি শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।