পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে হেফাজতের জেলা ও মহানগর আংশিক কমিটি গঠন

ফারুক আহমেদ, ময়মনসিংহ ব্যুরো
মার্চ ১২, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে ঘরোয়া পরিবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশে‘র ময়মনসিংহ জেলা ও মহানগর আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে নবগঠিত কমিটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাাহ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী জামিয়া
ইসলামি মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল।
উপস্থিত মুরুব্বিদের আলোচনার মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে নবগঠিত জেলা কমিটির নেতারা হলেন- সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ বিন হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মুহিব্বুল্লাহ।অপরদিকে মুফতি মাহবুবুল্লাহ কাসেমীকে সভাপতি, মাওলানা মনজুরুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা রশিদ আহমদ ফেরদাউসকে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ মহানগর কমিটি ঘোষণা করা হয়।এ সময় কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমরা তিনজন করে নাম প্রস্তাব করেছি কিন্তু কমিটি হবে ১৫১ জনের। আশা করছি নতুন কমিটির দায়িত্বশীলরা জেলার ১৪টি থানা থেকে ২ থেকে ৩ জন প্রতিনিধি ডেকে ১৫১ সদস্যের বাকি পদগুলো সুবিন্যস্ত করবেন এবং ঈদের পর শাওয়ালের ১৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও মহানগরের সবাইকে নিয়ে একটি পরিচিতি সভা করবেন, এটা আমার প্রস্তাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।