ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে ঘরোয়া পরিবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশে‘র ময়মনসিংহ জেলা ও মহানগর আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে নবগঠিত কমিটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাাহ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী জামিয়া
ইসলামি মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফাইল।
উপস্থিত মুরুব্বিদের আলোচনার মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে নবগঠিত জেলা কমিটির নেতারা হলেন- সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ বিন হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মুহিব্বুল্লাহ।অপরদিকে মুফতি মাহবুবুল্লাহ কাসেমীকে সভাপতি, মাওলানা মনজুরুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা রশিদ আহমদ ফেরদাউসকে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ মহানগর কমিটি ঘোষণা করা হয়।এ সময় কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমরা তিনজন করে নাম প্রস্তাব করেছি কিন্তু কমিটি হবে ১৫১ জনের। আশা করছি নতুন কমিটির দায়িত্বশীলরা জেলার ১৪টি থানা থেকে ২ থেকে ৩ জন প্রতিনিধি ডেকে ১৫১ সদস্যের বাকি পদগুলো সুবিন্যস্ত করবেন এবং ঈদের পর শাওয়ালের ১৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও মহানগরের সবাইকে নিয়ে একটি পরিচিতি সভা করবেন, এটা আমার প্রস্তাব।