পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারত-নিউজিল্যান্ড ফাইনালের ভাগ্য নির্ধারণ করবে যারা

Main Admin
মার্চ ৭, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। ফাইনালে এই দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে।এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র হার গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই। তাই ফাইনালে ভারতের সামনে সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার, আর নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে পারে।শিরোপা নির্ধারণী সেই মহারণের আগে চলুন দেখে নেওয়া যায়, ফাইনালে দুই দলের কোন খেলোয়াড়রা হতে পারেন তুরুপের তাস-

রহস্য স্পিনার

ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে সমীহ করছে নিউজিল্যান্ড। ফাইনালের আগে কিউই কোচ গ্যারি স্টিড তো বলেই দিয়েছেন, তাকে নিয়ে বাড়তি মাথা ঘামাতে হচ্ছে তার দলের ব্যাটারদের। আর হবে না-ই বা কেন!গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে এই এক বরুণের ঘূর্ণিতেই যে খাবি খেয়েছে নিউজিল্যান্ড। নিজের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলে নেমেই ৪২ রান খরচায় ৫ কিউই ব্যাটারকে সাজঘরের পথ চিনিয়েছিলেন এই ভারতীয় স্পিনার। নিশ্চিতভাবেই ফাইনালেও তার বোলিং হতে পারে ভারতের তুরুপের তাস।

দুই কিউই ব্যাটার

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন দুই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দুজনই সেঞ্চুরি করেছেন। তাদের জোড়া সেঞ্চুরিতেই দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড ৩৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। ফাইনালের ভারতের স্পিনারদের মোকাবিলা করার ক্ষেত্রে ব্ল্যাকক্যাপসের বড় নির্ভরতার জায়গা হতে পারেন রবীন্দ্র ও উইলিয়ামসন।

‘হিটম্যান’

রোহিত শর্মা এখন আর নিয়মিত বড় ইনিংস খেলতে পারেন না। তবে ইনিংস শুরু করতে নেমে তার বিস্ফোরক ‘ছোট’ ইনিংসগুলোই ভারতের জন্য বেশ কার্যকরী সাব্যস্ত হয়েছে।গত তিন বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে টি-টোয়েন্টির মতো করে খেলার চেষ্টা করছেন রোহিত। এই সময়ে ৪২ ম্যাচে তিনি ব্যাটিং করেছেন ১১৮.৭৭ স্ট্রাইক রেটে, যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে অনেক বেশি—৯২.৮১। ফাইনালেও তাই রোহিতের ব্যাটে একটা উড়ন্ত শুরু চাইতেই পারে ভারত। বাকি কাজটা না হয় কোহলি, শ্রেয়াস, শুবমানরা সারবেন।

আছেন নাকি নেই?

ম্যাট হেনরিকে নিয়ে ধন্দে আছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এই কিউই পেসার, ৪ ম্যাচে ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। ২০২৩ সাল থেকেই দুরন্ত ফর্মে আছেন হেনরি। ওই বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৩৬ উইকেট শিকার করেছেন তিনি।কিন্তু ফাইনালের আগে এই পেসারকে নিয়ে তৈরি হয়েছে চোটশঙ্কা। যদি শেষ পর্যন্ত ফাইনালে হেনরির খেলা না হয়, তাহলে বড় ‘বুস্ট’ পাবে ভারত। আর খেললে নিউজিল্যান্ড পাবে গতির ছড়ি ঘোরানোর সুযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।