ভারতের প্রথম নারী ‘সুপারস্টার’, ‘জুবিলি গার্ল’ মমতাজের অজানা গল্প
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরোনো, এবং সেই ইতিহাসের এক বিশেষ অধ্যায় জুড়ে আছেন মমতাজ শান্তি, যাকে ভারতীয় সিনেমার প্রথম নারী ‘সুপারস্টার’ হিসেবে অভিহিত করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মমতাজ মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরু করেন এবং একের পর এক হিট ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দেন।১৯৪২ সালে তিনি পাঞ্জাবি সিনেমা ‘মাংতি’-তে প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর হিন্দি সিনেমায় তাঁর পথচলা শুরু হয় ১৯৪২ সালের ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে, যা ৭৬ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। এই সিনেমা সে সময়ে সাড়া ফেলেছিল এবং সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে স্থান করে নিয়েছিল।
মমতাজের ক্যারিয়ার ‘কিসমেত’ সিনেমার মাধ্যমে আরো উজ্জ্বল হয়, যেটি ১ কোটি রুপি আয় করে এবং ভারতীয় সিনেমায় প্রথমবার ১ কোটি রুপি আয় করার মাইলফলক অর্জন করে। তাঁর অভিনীত অন্যান্য হিট সিনেমার মধ্যে ছিল ‘ঘর কি ইজ্জত’, ‘আহুতি’, যেখানে তিনি সময়ের শীর্ষ তারকাদের বিপরীতে অভিনয় করেন।কিন্তু ২৬ বছর বয়সে, যখন তিনি শীর্ষে পৌঁছান, সিনেমা থেকে অবসর নিয়ে সকলকে অবাক করে দেন। মমতাজ পরিবারের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন এবং নিজের ক্যারিয়ারের ইতি টানেন। তবে আজও তাঁর অভিনীত সিনেমাগুলি, বিশেষত ‘কিসমেত’ এবং ‘বসন্ত’, ৮০ বছর পরও ভারতীয় সিনেমার শীর্ষ ৫০টি সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় স্থান পেয়েছে।মমতাজের জীবনের এই অজানা অধ্যায় আজও মানুষের মনে জেগে থাকে, তিনি ছিলেন এক যুগের আইকন এবং ভারতীয় চলচ্চিত্রের এক স্মরণীয় নাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।