মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প দাবি করেছেন, তিনি ভারতের শুল্ক নীতির পর্দা ফাঁস করে দিয়েছেন। তিনি বলেন, “ভারত আমাদের ওপর অনেক শুল্ক চাপায়। এখন তারা শুল্ক কমাতে বাধ্য হবে।”
ট্রাম্প আরও বলেন, ভারত সহ বিশ্বের অনেক দেশ আমেরিকার পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে থাকে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো এবং কানাডা। ভারত বিশেষত ১০০% থেকে ২০০% পর্যন্ত শুল্ক আরোপ করে থাকে, যা ট্রাম্প “অন্যায়” বলে উল্লেখ করেছেন।
এছাড়া ট্রাম্প জানান, এখন থেকে যে দেশ আমেরিকার পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করবে, আমেরিকা ওই দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপাবে। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে পারে, এবং ভারতের ওপরও বাড়তি শুল্ক চাপানো হতে পারে।
এর আগে, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে, ট্রাম্প ভারতে “প্রতিশোধমূলক শুল্ক” আরোপের ঘোষণা করেছিলেন, এবং বলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।