পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানম লিমা।উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. উজ্জ্বল হোসেন, ইপিআই আব্দুল করিম ও স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।ডাঃ লিমা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম জনিত মৃত্যুর হার ৫০ ভাগ হ্রাস করে। ডায়রিয়া জনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করে।আগামী ১৫ ই মার্চ ২০২৫ তারিখ এ উপজেলার ছয়টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৭২ শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে ১২ মাস থেকে ৫ বছর বয়সী ১৪ হাজার ৯৮৯ জন শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।