পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় চলতি মৌসুমে গম চাষে লাভের আশায় স্বপ্ন বুনছে কৃষকরা, রবি শস্যের মধ্যে অন্যতম একটি লাভজনক আবাদ হচ্ছে গম। ধান চাষের পাশাপাশি উপজেলার কৃষকরা বর্তমানে এই লাভজনক আবাদের দিকে নজর দিয়েছেন। দিগন্ত জোড়া মাঠে সবুজের সমারোহ শেষে ফালগুনী বাতাসে বিস্তীর্ণ ফসলের মাঠে ঢেউ খেলছে গমের সবুজ শীষ। গম কেটে নিয়ে পাট চাষের সুযোগ থাকায় এবং বর্তমানে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকেরা এখন গম চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে ভাঙ্গুড়া উপজেলায় আশানুরূপ জমিতে গমের চাষ করা হয়েছে। এবার উপজেলার ৭শ ৫০ হেক্টর জমিতে বারি গম- ২৮, ৩০, ৩২, ৩৩ ও ডাবলু এম আর আই ১, ২ জাতের অধিক ফলনশীল গমের চাষ করা হয়েছে। রোগ বালাই ও পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। গম চাষে চাষিদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত ২ হাজার চাষিদের মাঝে উন্নত জাতের গমবীজ, সার,বালাইনাশক সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও চাষিদের সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে উপজেলা কৃষি অফিস।
উপজেলার পার- ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের কৃষক আয়নাল হক বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি এবার ভালো দাম ও ফলনের আশায় দুই বিঘা জমিতে গম চাষ করেছি। গম চাষে খরচ কম হয়। গমের কোনো কিছুই ফেলতে হয় না। গম বিক্রির পর গমের আটি বিক্রি করেও টাকা আসে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে লাভবান হওয়ার আশা করছেন তিনি।
অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের কৃষক আয়ুব আলী জানান, উঁচু জমিতে গম ভালো হয়। গম গাছে রোগবালাই কম হয়। সেচসহ অন্যান্য খরচ কম লাগে। তিন বিঘা জমিতে গম বুনেছেন। গম কেটে ওই জমিতে পাট চাষ করবেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, চলতি মৌসুমে গমের বাম্পার ফলন দেখা যাচ্ছে। এ বছর গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১শ ৫০ মেট্রিক টন। হেক্টর প্রতি ৩.৯ থেকে ৪ মেট্রিক টন পর্যন্ত হারে ফলন পাওয়া যাবে।এ পর্যন্ত গমে তেমন উল্লেখ যোগ্য কোন রোগ-বালাইয়ের আক্রমন হয়নি।
তিনি আরো বলেন,এ উপজেলায় বীজ উৎপাদনের জন্য ৬ টি প্রদর্শনী প্লটে ৭ একর জমি রয়েছে। গম চাষ করলে জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পায় তেমনি গম চাষের পর কৃষকরা ওই জমিতে ভালো ভাবে আমন ধান,পাট চাষ সহ অন্য আবাদ করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।