অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। বুধবার ব্রিটিশ সুপ্রিম কোর্ট শামীমা ও অন্য দুই ব্রিটিশ নাগরিকের পক্ষে রায় দেয়। তারা ২০১৯ সালে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ার পর এক দীর্ঘ আইনি লড়াইয়ের পর এ সিদ্ধান্ত পায়।২০১৫ সালে ইসলামিক স্টেট (আইএস) যোগ দিতে যুক্তরাজ্য ছাড়েন শামীমা বেগম, তখন তার বয়স ছিল ১৫ বছর। সিরিয়ায় যাওয়ার পর তিনি আইএস সদস্য ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং সেখানে তার তিন সন্তান জন্মগ্রহণ করে, তবে সকলেই মারা যায়।২০১৯ সালে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শামীমার নাগরিকত্ব বাতিল করেছিলেন, যা পরে জাতীয় নিরাপত্তার কারণে বিবেচিত হয়েছিল। তবে ২০২৩ সালে শামীমার আইনজীবীরা নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দেয়।সিরিয়ার আল-রোজ শিবিরে বর্তমানে শামীমা আটক অবস্থায় আছেন, যেখানে তিনি অমানুষিক নির্যাতন ও খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। শামীমা তার করা অপরাধের জন্য অনুতপ্ত হলেও, ব্রিটিশ সরকার নিরাপত্তার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হয়নি।