বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭,৫৫২ জন শিক্ষার্থী।
বুয়েট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।এ বছর বুয়েটের ভর্তি প্রক্রিয়ায় দুই ধাপে পরীক্ষা নেওয়া হয়—প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) ও চূড়ান্ত পরীক্ষা। প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা অত্যন্ত কঠিন হয়ে থাকে, যেখানে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। চূড়ান্ত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা শিগগিরই জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ।
এই ঠিকানায় https://ugadmission.buet.ac.bd/ ক্লিক করে ফল দেখা যাবে।