পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন অধ্যাপক নার্গিস বেগম

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নার্গিস বেগম বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী এবং দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে বিএনপি আশাবাদী।’দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক নার্গিস বেগম। দলের দুঃসময়ে তিনি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন।সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। তখন অনেকেই ধারণা করেছিলেন, বয়সজনিত কারণে হয়তো তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন। তবে নতুন চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।অধ্যাপক নার্গিস বেগমের ভাইস চেয়ারম্যান হওয়াকে নেতা-কর্মীরা দলের প্রতি তার অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘দলের কঠিন সময়ে নেতৃত্ব ধরে রাখার পুরস্কার পেয়েছেন তিনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।