পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাণিজ্য যুদ্ধ তীব্র, ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ইস্পাতও অ্যালুমিনিয়ামের আমদানিতে নতুন কর বসানো হয়েছে। এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। খবর বিবিসি।ট্রাম্প বলেছেন, তিনি এসব প্রতিক্রিয়ার বিরুদ্ধে ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করবেন। তিনি বলেন, যা কিছু তারা আমাদের ওপর চাপাবে, আমরাও তাদের ওপর চাপাব।এই পদক্ষেপের ফলে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হয়ে ওঠেছে, যা বিশ্ব অর্থনীতি ও বাজারকে নাড়িয়ে দিয়েছে।বুধবার (১২ মার্চ) ট্রাম্প ২৫ শতাংশ হারে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্ক আরোপ করেন এবং কয়েকটি দেশের জন্য পূর্বে দেয়া কর ছাড় বাতিল করেন। এর আগে, চীন থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর অন্তত ২০ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প।এছাড়াও ট্রাম্প তামা, কাঠ ও গাড়ির মতো নির্দিষ্ট কিছু পণ্যের ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।কানাডা ও ইউরোপীয় নেতারা এই শুল্ককে ‘অন্যায়’ বলে অভিহিত করে পাল্টা শুল্ক আরোপ করেছেন। তবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশগুলো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আমরাও শুল্ক নিয়ে একটি চুক্তি করার চেষ্টা করছি। তবে সব ধরনের বিকল্প খোলা রাখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।