মোবাইল অপারেটর বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন তরুণদের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা রাজধানীর পূর্বাচলের ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
এ বিষয়ে বাংলালিংকের ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান ডিজিটাল কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে। কমিউনিটির সদস্যদের একত্র করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এ আয়োজনে কেবল দৌড়ানো নয়, এর সঙ্গে শক্তি, সংগীত ও যোগাযোগের প্রাণবন্ত উদ্যাপন জড়িত রয়েছে। রাইজে আমরা সব সময়ই নিত্যনতুন কৌশলে সবাইকে উৎসাহিত ও সংযুক্ত করার চেষ্টা করি। আর এই আয়োজন আমাদের সেই লক্ষ্য পূরণেরই প্রতিফলন।
রাইজ নিওন রান আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাকটিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের এই উদ্যোগ তরুণদের ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।