জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (৬ মার্চ) রাত ১০টার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনা ঘটে। এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা সারজিস আলমকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সারজিস আলম সন্ধ্যা সাতটার দিকে বসুন্ধরা এলাকায় আসেন এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর কিছু তরুণ স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সারজিস আলম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং একপর্যায়ে গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
এ ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা শাকিলসহ কয়েকজন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলে দাবি করেছেন সারজিস আলম। তিনি বলেন, ‘তারা মাত্র ১০-১২ জন ছিলেন, যাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও নন। অন্যদিকে আমার সঙ্গে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ছিলেন।’সারজিস আরও জানান, তিনি দুই পক্ষকেই শান্ত থাকতে বলেন এবং চলে আসেন। তবে এরপর দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে।এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানান মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি পূর্বপরিকল্পিত ছিল, আবার কেউ বলছেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।