‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বিষাক্ত, এখানে আর কাজ করতে চাই না’- এমন ঘোষণা দিয়েই মুম্বাই ছেড়েছেন অনেক সুপারহিট হিন্দি সিনেমা নির্মাতা অনুরাগ কাশ্যপ। বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এ নির্মাতা।ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকার অনুরাগ সম্প্রতি বলেছেন, ‘আমি ইন্ডাস্ট্রির (বলিউড) লোকদের থেকে দূরে থাকতে চাই। এ ইন্ডাস্ট্রি পুরোটাই টক্সিক হয়ে উঠেছে। সবাই অবাস্তব লক্ষ্যের পেছনে ছুটছে। সবাই শুধু টাকা আয় করতে চায়। যে সৃজনশীল পরিবেশ ছিল তা আর নেই।’তিনি বলেন, ‘দক্ষিণের নির্মাতাদের দেখলে আমার তো বেশ হিংসে হয়। ওখানে দারুণ পরীক্ষা-নিরীক্ষা করা হয় কাজ নিয়ে। বলিউডে শুধু প্রযোজকরা টাকার কথা ভাবেন। শুরু থেকেই পরিকল্পনা চলে, কীভাবে সিনেমার বিক্রি বাড়ানো সম্ভব। এভাবে আসলে সিনেমা নির্মাণের যে মজা, সেটাই থাকে না। এ কারণে আমি মুম্বাই ছেড়ে অন্যত্র যেতে চাই।’