ঢাকার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী ডি ব্লকে অবস্থিত আনোয়ার হোসেনের স্বর্ণের দোকান থেকে বাসায় ফেরার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং গুলি করে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার শরীরে গুলি ও কোপের চিহ্ন পাওয়া যায়।ঘটনাটি নিয়ে ডিএমপি আরও জানিয়েছে, উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। এই ঘটনায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমের কাছে জানাবেন।