মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠানো নিশ্চিতকরণ ও সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ হাইকমিশন হতে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা আগামী ১০ মার্চ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা আগামী ২০ মার্চ নির্ধারণ করা হয়েছে।এমতাবস্থায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে দ্রুত কাগজপত্র হাইকমিশনে জমা প্রদানের জন্য বাংলাদশে রিক্রুটিং এজেন্টদের যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করাতে অনুরোধ জানানো হয়েছে।