প্রায় ২৫ বছর পর আবারও বাজারে এলো নকিয়া ৩২১০। ১৯৯৯ সালের ১৮ মার্চ মুক্তি পাওয়া এই আইকনিক ফোন এবার এসেছে নতুন রূপে, আধুনিক ফিচার নিয়ে। আগের মতোই ফিচার ফোন হলেও, এবার এতে যুক্ত হয়েছে ৪জি সাপোর্ট, উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি।নকিয়া ৩২১০ মডেলটি ১৬ কোটিরও বেশি ইউনিট বিক্রির মাধ্যমে সর্বাধিক বিক্রিত পাঁচটি ফোনের একটি হিসেবে জায়গা করে নিয়েছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নকিয়া এবার ফোনটি বাজারে এনেছে তিনটি নতুন রঙে— ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাক।
নতুন নকিয়া ৩২১০-এর স্পেসিফিকেশন:
🔹 ডিসপ্লে: ২.৪ ইঞ্চি কিউভিজিএ
🔹 ক্যামেরা: ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ
🔹 নেটওয়ার্ক: ৪জি ডুয়াল সিম
🔹 ব্যাটারি: ১৪৫০ এমএএইচ (৯.৮ ঘণ্টা টকটাইম)
🔹 মেমরি: ১২৮ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
🔹 অন্যান্য ফিচার: এফএম রেডিও, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট
ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ টাকা।
নকিয়ার এই ক্লাসিক মডেলের নতুন সংস্করণ ফিচার ফোনপ্রেমীদের Nostalgia ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।