দুজনই বর্তমানে দেশের শীর্ষ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে গননা করা হয়। শ্যামল মাওলা ও সাবিলা নূর দীর্ঘ ক্যারিয়ারে নিজেদের আলাদা জায়গা করে নিয়েছেন, তবে কখনো একসঙ্গে কাজ করেননি। অবশেষে, প্রথমবারের মতো তারা জুটি হয়ে অভিনয় করেছেন নাটক ‘মাকড়শা’-তে।নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া এবং পরিচালনা করেছেন রাগীব রায়হান পিয়াল। শুটিং শেষ হওয়া নাটকটির গল্প সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে বলে মন্তব্য করেছেন সাবিলা নূর।নাটক সম্পর্কে সাবিলা বলেন, “গল্পটি অসাধারণ এবং আমার চরিত্রে বেশ নতুনত্ব আছে। আমি বিশ্বাস করি, ঈদের দর্শকরা নাটকটি উপভোগ করবেন।”পরিচালক পিয়াল বলেন, “এটি আমার নাটক, যেখানে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন শ্যামল ও সাবিলা। আমি খুব খুশি, কারণ এই দুজন শিল্পী মনের মতো।”এখন নাটকটির পরবর্তী সাড়া কেমন হয়, তা দেখতে অপেক্ষা করছেন নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা।