চলতি বছর মুড়িকাটা জাতের পেঁয়াজের ভালো ফলন হলেও কম দামের কারণে তেমন লাভ হয়নি কৃষকদের। এ অবস্থায় তাঁদের শেষ আশার আলো ছিল হালি পেঁয়াজ। তবে সম্প্রতি পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগরসহ বিভিন্ন এলাকায় পেঁয়াজের খেতে ‘আগা মরা’ রোগ দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।সরেজমিনে দেখা গেছে, মাঠে থাকা পেঁয়াজগাছগুলোর আগা শুকিয়ে যাচ্ছে। এতে পেঁয়াজের গুটি ছোট হয়ে যাচ্ছে এবং ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন, মুড়িকাটা পেঁয়াজ কম দামে বিক্রি করে লোকসান দেওয়ার পর এবার হালি পেঁয়াজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।চাষিরা জানান, মুড়িকাটা পেঁয়াজে প্রতি কেজির উৎপাদন খরচ পড়েছে প্রায় ৫০ টাকা, আর হালি পেঁয়াজে ৪৫ টাকা। তবে পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩-১৮ টাকা কেজি দরে এবং হালি পেঁয়াজ ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘায় ৪০-৫০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং হালকা বৃষ্টির কারণে পেঁয়াজগাছে আগা মরা রোগ দেখা দিয়েছে। তবে তাঁরা কৃষকদের পরিমিত রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।কৃষকেরা বলছেন, বাজারে দাম কম ও ফলন কমে যাওয়ার কারণে এবারের পেঁয়াজ চাষ থেকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তাঁরা। সরকারিভাবে দ্রুত সহায়তা না পেলে তাঁদের লোকসান আরও বেড়ে যেতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।